সফলতা
ভূমিকাঃ
জিবন সেতো সংগ্রামেরই নাম।শুধু বেচে থাকার নাম যে-জিবন নয়।পৃথিবীর প্রতিটা প্রাণীকেই সংগ্রাম করে বেচে থাকতে হয়।তেমনি আমরা মানুষ একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী যাকে বেচে থাকতে হয় সংগ্রাম এবং সফলতার মদ্ধদিয়ে।শ্রেষ্ঠ প্রাণি ছাড়া বাকি সব প্রানিকে বেচে থাকতে হয় সংগ্রাম করে আর আমারা মানুষকে সফলতা এবং সংগ্রাম দুটই কোরে বেচে থাকতে হয়। আমাদের এই সফলতা নিয়ে নিম্নে আলোচনা করা হলো।
সূচিপত্রঃ
সফলতার চাবিঃ
পরিস্রমই হচ্ছে সফলতার প্রধান চাবি,যার কোনো বিকল্প নেই।পরিস্রমীরা কখনো ব্যার্থ হয়না।পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত যদি কোনো সফল ব্যাক্তির বা প্রতিষ্ঠান এর দিগে তাকানো হয় তাহলে তারা কেউই সফল হতে পারেনি এই পরিস্রম ব্যাতিত।আজকে বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই শুধুই উন্নয়নের অবিচল অগ্রগতি।কারন মানুষ থেমে নেই,প্রতিটি পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে যথা-যথ পরিস্রম এবং যথা-যথ মেধা খাটিয়ে মানুষ অবিচল উন্নয়নের ধারায় বহমান।তাই আমরা মানব জাতি যেহেতু পৃথিবির শ্রেষ্ঠ জিব,সেই ধারা অনুজায়ি আমাদেরক মস্তিস্ক খাটিয়ে যথাযথ পরিশ্রমের মাদ্ধমে সফলতার কাঙ্কিত লক্ষে পৌছাতে হবে।
সফলতার লক্ষ নির্ধারনঃ
অথই সাগর এর বুকে অবিচল প্রত্যেকটি রণতরী তার গন্তব্যে পৌছার জন্য একটি লক্ষ্য-বরাবর শত ধাক্কা পেরিয়ে চলতে থাকে।আবার,কোনো কল-কার খানা বা প্রতিষ্ঠান তেমনি ভাবে কোনো লক্ষ্য বা টার্গেট নির্ধারন না কোরে উৎপাদন-কার্য সম্পাদনা কোরলে,একটি নির্দিষ্ট সময়ের পর কাঙ্কিত উৎপাদনএ পৌছতে পারবেনা,তাই লক্ষ্য ঠিক রেখে উৎপাদন কার্য চালিয়ে যায়।তদ্রূপ ভাবে আমরাও কোনো লক্ষ্য নির্ধারোণ কোরে না চোলতে থাকলে আমাদের জীবন ভুল কোনো গন্তব্যে আতিবাহিত হবে।সুতরাং আমদেরকে সঠিক লক্ষ্য নির্ধারন করে জীবন অতিবাহিত কোরতে হবে সঠিক সময়ে সঠিক লক্ষ্যে পৌছাতে হলে।
অনুপ্রেরণা এবং সাপোর্টঃ
ইচ্ছা শক্তিকে আরো প্রানবন্ত এবং শক্তিশালি কোরে গরে -তুলতে অনুপ্রেরণার অবদান অপরিসীম।অনুপ্রেরণা এবং উৎসাহ মানুষকে লক্ষ্যের দুয়ারে পৌছতে এক অপরিসীম ভূমিকা রাখে।মনের শক্তি বড় শক্তি আর এই মনের শক্তি- যোগাতে মুলত অনুপ্রেরনা প্রয়োজন।আর সফলতার দুয়ারে পৌছতে সাপোর্টএর গুরুত্তও অপরিসীম।একজন মানুষকে অর্থ বা দিক-নির্দেশণার সাপোর্ট তার-লক্ষ্যে পৌছতে সর্ব-উৎকৃষ্ট সহোযোগিতা কোরে থাকে। সফলতার অর্জনের জন্য সর্বপ্রথম ধাপ হলো সঠিক দিক-নির্দেশনা এবং সঠিক সিদ্ধান্ত।এর পরেই আর্থিক সহোযোগিতার অবদান ও পরিশ্রমের অবদান।অতএব, আমরা বোলতেই পারিজে সফলতা অর্জনে অনুপ্রেরণা এবং সাপোর্ট এর গুরুত্তও অপরিসীম।
লেখকের শেষ কথাঃ
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।আমাদের আর্টিকেলটি যদি ভালো-লেগে থাকে তাহলে আমাদের ওয়েবসাইটটি ফলো করে সাথে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন,সেইসাথে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি,ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url