তথ্যপ্রযুক্তির ছোয়া
আধুনিক যুগে তথ্যপ্রযুক্তি ছোয়া লাগবে এটাই স্বাভাবিক। কেননা মানুষ যেই সভ্যতার যুগে বসবাস করবে সেই সভ্যতার ছোয়া তাকে ছুবে।পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন সভ্যতার আগমন ও সমাপ্তি এবং নতুন সভ্যতার সূচনা ঘটেছে।তেমনি ভাবে আমরা উপনিত হয়েছি বর্তমান এক আধুনিক যুগে। এই আধুনিক সভ্যতার যুগে আধুনিক সভ্যতার বিভিন্ন দিক আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিগে প্রভাবিতো করে।
এই আধুনিকতা মানুষকে দুইভাবে ছুয়েছে। কাউকে ছুয়েছে ভালো দিগ নিয়ে আর কাউকে ছুয়েছে মন্দ বা নেগেটিভ দিগ নিয়ে।এই দুইটা দিগের ছোয়াতে আমরা বর্তমান আধুনিক সভ্যতা।
💖তথ্যপ্রযুক্তির ভালো বা পজেটিভ ছোয়াঃ
এই আধুনিক যুগে মানুষ তথপ্রযুক্তির সাথে এতো ওতপ্রোতভাবে জড়িত যে মানুষের প্রতিটি কাজের সাথে জড়িয়ে আছে এই তথ্যপ্রযুক্তি। যোগাযোগের ক্ষেত্রে যদি বলতে জাই তাহলে এর নিরভরশীলতা আরো অপরিসীম।কেননা মানুষকে আগে এই যোগাযোগটা সম্পন্ন করার জন্য বিভিন্ন প্রসেচ অবলম্বন করা লাগতো।আর এখন মুহুরতের মদ্ধেই কাংকিত ব্যাক্তির সাথে যোগাযোগ কোরতে পারে। যদি চিকিৎসার ক্ষেত্রে জাই তাহলে বর্তমান তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই।কেননা চিকিৎসার আগে রোগ নির্ণয় করাহয় ইসিজি,এক্সরে বা আল্ট্রাসোনো গ্রাফি করার মাদ্ধমে।জার জন্য এই তথ্যপ্রযুক্তির সাহায্য অকল্পনিও।আবার এখন বিভভিন্ন ধরনের অপারেশনও এই প্রযুক্তির মাদ্ধমে সম্পন্ন করাহয়ে থাকে।তথ্য প্রযুক্তির কারনে মানুষ ঘরে থেকে প্রায় সবধরনের কাজসম্পন্ন করতে পারে যেমনঃ কোনো পণ্য কেনা-বেচা,কোনো কিছুর ব্যাপারে কোনো তথ্য জানা,দেশিও এবং আন্তর্জাজাতিক খবর জানা প্রভৃতি প্রায় সকল কাজ সম্পন্ন কোরতে পারে। এক কথায় বোলতেপারি এই আধুনিক যুগে তথ্যপ্রযুক্তি ছাড়া আমরা প্রায় অচল।
☠️তথ্য প্রযুক্তির মন্দ বা নিগেটিভ ছোয়াঃ
আগে একটা সময় ছিলো,যখন ছিলনা বিদ্যুৎ ছিলনা ইন্টারনেট প্রযুক্তি।তখন মানুষ তার ফ্রি সময়টাকে কাজে ব্যায় কোরতো।অবসর সময় খেলাধুলা,পরিবার-পরিজন,পাড়া-প্রতিবেশি বা প্রকৃতিতে সময় দিতো।কিন্তু বর্তমান সময় মানুষ তার আবসর সময়টাকে দিতেছে ইন্টারনেট বা আধুনিক প্রযুক্তির পিছনে।জেই বিকেলটায় শারিরীক ও মানুশিক বিনোদন এর জন্য সময় দিতো কোনো খোলা মাঠে, অনেকেই সেই বিকেলটা পার-কোরছে ইন্টারনেটের বিনোদনে। প্রযুক্তিতিগতো এ.ছি. পাওয়ার কারনে প্রয়োজনবোধ মনে কোরছিনা প্রকৃতির হাওয়াকে ফলে বঞ্চিত হচ্ছি ন্যাচারাল আবহাওয়া থেকে।অবসর এর যে সময়টায় পরিবারের সবাই থাকতাম গল্প-গুজবে এখন ঠিক সেই সময়টাই সবাই একসাথেই থাকছি কিন্তু থাকছেনা কোনো পারিবারিক গল্প-গুজব বা একে অপর-এর মতের আদান প্রদান,ঠিক সেই সবকে কেরে নিচ্ছে টেলিভিশিন এর কোনো বিনোদন চিত্ত ।এভাবে আমরা নিজেরা ইন্টারনেট বা তথ্যপ্রযুক্তির মন্দ বা নিগেটিভ ছোয়া লাগিয়ে অনবরত হারিয়ে ফেলছি বা বঞ্চিত কোরছি নিজেকে অনেক কিছু থেকে।আমরা সকলে তথ্যপ্রযুক্তি ব্যাবহারে সচেতনহই এবং তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার ও মন্দ বা নিগেটিভ ছোয়া থেকে বিরতো থাকার মাদ্ধমে জিবনকে সুন্দর-সূশিল ও গতিময় কোরে গরেতুলি।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url